Saturday, May 22, 2021

কাউনিয়ায় ছায়া নীড় সমবায় সমিতির ৩টি কাটা গাছ উদ্ধার

 


নিজস্ব সংবাদদাতাঃ
কাউনিয়ায় সরকারি রাস্তায় সমিতিভুক্ত লাগানো ৩টি ইউক্যালিপটাস গাছ কেটে আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মে) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা তেলীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। কর্তনকৃত গাছের গুল্ম গুলো উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, স্থানীয় কিছু বেকার যুবক সম্মিলিত ভাবে ছায়া নীড় সমবায় সমিতি গড়ে তুলে গ্রামীণ আড়াই কিলোমিটার সরকারি রাস্তায় বন বিভাগ ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিভিত্তিক প্রায় সহস্রাধিক বনজ গাছ রোপন করে। গাছ গুলো পরিপক্ব হওয়ার আগেই সমিতির সদস্য আব্দুল কাদের, আমিনুল ইসলাম বেলাল হোসেন গোপনে প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যমান বড় ৩টি গাছ কেটে আত্মসাতের চেষ্টা চালায়। খবর পেয়ে টেপামধুপুর বিট পুলিশ গাছের গুল্ম গুলো (কাটা অংশ) উদ্ধার করে।

ছায়া নীড় সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, অনুমতি না নিয়ে গোপনে গাছ কেটে অপরাধ করেছেন তারা। এর আগেও অভিযুক্তরা নানা অজুহাতে এমন ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান জানান, সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়ার পরেই প্রশাসনের লোকজন সে গুলো উদ্ধার করে সমিতির সভাপতির জিম্মায় রাখেন। পরদিন টেপামধুপুর ইউনিয়ন ভুমি অফিসের লোক পাঠিয়ে গাছ গুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে নেয়া হয়।

No comments:

Post a Comment