নিজস্ব প্রতিবেদকঃ
‘করোনায় আপনারা ভালো থাকবেন নিজেরা মাস্ক পড়বেন, সবাইকে পড়তে বলবেন। দেশের অবস্থার জন্য সবাই সচেতন থাকবেন। করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাপক বরাদ্দ দিয়েছেন। জনগণ এ সব পাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত আশপাশের মানুষ গুলোর পাশে দাড়াঁন, তারা সাহস পাবে।’
রংপুরের কাউনিয়ায় ঈদ পরবর্তী মতবিনিময় সভায় নানা শ্রেণীপেশার নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ কালে এ কথা বলেন বানিজ্যমন্ত্রী
টিপু মুনশি এমপি।
তিনদিনের সফরে বৃহস্পতিবার (২০ মে) স্বীয় নির্বাচনী এলাকা রংপুর-৪ কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভাসহ ৬টি ইউনিয়নে অসহায় হতদরিদ্রদের মধ্যে শাড়ী এবং ইমাম-মুয়াজ্জিনদের মাঝে পাঞ্জাবী-লুঙ্গি বিতরণ করেন তিনি। করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদের ইমাম ও দলীয় নেতাকর্মীদের কাজ করতে আহবানও জানান তিনি।
এ সব ঈদ উপহার বিতরণ কালে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক ৬টি ইউনিয়নের লিফদের হাতে বাইসাইকেল ও ব্যাগ তুলে দেন বানিজ্যমন্ত্রী
টিপু মুনশি।
উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক পৌর মেয়র হাবিবুর
রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান
আনছার আলী প্রমূখ।
No comments:
Post a Comment