নিজস্ব সংবাদদাতাঃ
‘নির্বিচারে গাছ কাটা বন্ধ করুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন’ শ্লোগানে বাইসাইকেলে তেঁতুলিয়া-টেকনাফ ঘুঁরে এলো কাউনিয়ার নাফিজ নিহাল অর্পন (১৮) ও আল-আমিন (১৮)। তারা চলতি মাসের ২ তারিখে বাইসাইকেলে চেপে তেঁতুলিয়া থেকে দেশভ্রমণে বেরিয়ে ছিলেন পরিবেশ রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা নিয়ে। এ যাত্রায় তারা ১০ দিন কাটিয়ে গত শনিবার বিকেলে টেকনাফে পৌঁছেন।
নাফিজ নিহাল অর্পন কাউনিয়া উপজেলা সদরের সাহাবাজ গ্রামের সহকারি অধ্যাপক আব্দুস ছালামের ছেলে এবং আল-আমিন টেপামধুপুরের বাজেমসকুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তারা দু’জনই রংপুরের ছিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
অর্পন জানায়, সাইকেলিং কালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাইক্লিষ্ট বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের নানা ভাবে সহযোগিতা পেয়েছেন। অভিজ্ঞতায় তারা জানায়, বাংলাদেশের সব এলাকার মানুষ আত্মীয় প্রবণ। সবখানে তারা তাদের সাইকেলিং বন্ধু এবং স্থানীয়দের অভূতপূর্ব আতীথেয়তা পেয়েছেন। ভ্রমণের পথে পথে হয়েছেন নানা অভিজ্ঞতার মুখোমুখি। তারা সকলের কাছে কৃতজ্ঞ।
-এমআর
No comments:
Post a Comment