নিজস্ব প্রতিবেদকঃ
মুজিব জন্মশতবার্ষিকী
উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ (২য় পর্যায়) এর আওতায় রংপুরের কাউনিয়ায় ৪’শ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দেয়া হয়েছে।
রোববার
(২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে জমিসহ সেমিপাঁকা নতুন ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলার ৫০ জন দুঃস্থ পরিবারকে জমির দলিলপত্র ও ঘরের চাবি প্রদান করা হয়।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। অন্যদের বরাদ্ধকৃর্ত জমিসহ সেমিপাঁকা নতুন ঘর গুলো শীঘ্রই হস্তান্তর করা হবে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে ১ম পর্যায়ে উপজেলার ১’শ ২০টি অসহায় গৃহহীন পরিবার পেয়েছে জমিসহ নতুন ঘর।
এ সব প্রদান কালে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও তাহমিনা তারিন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, এসিল্যান্ড মেহেদী হাসান, ওসি মাসুমুর রহমান, পিআইও আহসান হাবীব সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-এমআর
No comments:
Post a Comment