Tuesday, July 27, 2021

কাউনিয়ায় তিস্তা নদীতে নিখোঁজ শামীম মিয়ার সন্ধান মেলেনি

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর স্রেতে পানিতে ডুবে নিখোঁজ ঢাকার সিটিং সার্ভিস মৌমিতা পরিবহন নামে বাসের হেলপার শামীম মিয়া (১৮) ’ সন্ধান মেলেনি। গত সোমবার দুপুরে উপজেলার টেপামধুপুরে চর গনাই গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই যুবক। সে ঢাকার মোহাম্মদপুর বিহারীপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা
জানায়, ঈদের আগের দিন ঢাকা মোহাম্মদপুর থেকে মৌমিতা পরিবহন নামে একটি রিজার্ভ বাস নিয়ে গ্রামে আসে বেশ কিছু গার্মেন্টস কর্মী। ঈদের ছুটি শেষে ফের তারা সে বাসে ঢাকা ফিরবে। কিন্তু সরকারের কঠোর লকডাউনে আটকা পড়েন।

ঘটনার
দিন মৌমিতা পরিবহনের ড্রাইভার, কনন্ট্রাক্টর হেলপার স্থানীয় গোলজার বাজারে বাস রেখে তিস্তা নদীতে গোসলে নামে। তীব্র স্রোতে এদের মধ্যে হেলপার শামীম মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। অপর দু'জন সাঁতরিয়ে নদীর কিনারায় উঠতে সক্ষম হয়।

টেপামধুপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি তথ্য নিশ্চিত করেছেন। কাউনিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) শাহীন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলসহ নদীর আসপাশ এলাকায় সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শামীম মিয়ার সন্ধান পাওয়া যায়নি।

-এমআর

No comments:

Post a Comment