Friday, July 30, 2021

কাউনিয়ায় ৯ লাখ টাকা পেলো ১০টি নারী সংগঠন



নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ, শহীদবাগ, টেপামধুপুর বালাপাড়া ইউনিয়নে ১৫টি গ্রামে আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্প বাস্তবায়নকৃর্ত ১০টি নারী সংগঠনকে লাখ টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংগঠন গুলোর নেত্রীবৃন্দের হাতে প্রতিটির জন্য ৯০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ হাফিজুর রহমান রাজু প্রমূখ।

কার্যক্রমের অংশ হিসেবে কোভিড-১৯ দুর্যোগকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ঋন কার্যক্রম পরিচালনা করে যাতে কমিউনিটির নারীদের তৈরী সংগঠন সমুহের স্থায়ীত্বশীলতা অর্জিত হয় এবং তারা তাদের সংগঠনের সদস্যদের মাঝে ঋন সহায়তা দিয়ে জীবন জীবিকার উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে এ অর্থ সহায়তা দেয়া হয়।

সংগঠনের নেত্রীবৃন্দ তহবিলের মাধ্যমে তাদের সংগঠনের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।

-এমআর

No comments:

Post a Comment