Sunday, August 1, 2021

কাউনিয়ায় ১২ দিনে নমুনা টেষ্টে শনাক্ত ৫০

 


নিজস্ব প্রতিবেদকঃ
কোভিট-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে রংপুরের কাউনিয়ায় মানুষের চলাচলে সচেতনতা না বাড়লেও বেড়েছে করোনাক্রান্তের সংখ্যা। গত ২০-৩১ জুলাই পর্যন্ত ১২ দিনে নানা বয়সের নারী-পুরুষের নমুনা সংগ্রহের প্রাপ্ত রিপোর্টে ৫০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা স্বীয় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নিয়ে উপজেলায় করোনা রোগী শনাক্ত হলো ১ শ৮৮ জনে। এদের মধ্যে নারীসহ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- হারাগাছের আমিনুল ইসলাম (৭০) শেফালি বেগম (৬০), কাউনিয়ার সুধীর চন্দ্র (৪৫) নুরুল হুদা (৬২) এবং পেয়ার আলী (৯০) গোদা সিমলা, রংপুর। নমুনা টেষ্টে গড় শনাক্তের হার ৬০ ভাগ।

তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি নমুনা সংগ্রহ টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার প্রাদূর্ভাব রুখতে প্রত্যেকের জীবন জীবিকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বারোপ করেন তিনি। তবে স্থানীয়দের মাঝে টেষ্টে আগ্রহ কম থাকলেও ভ্যাকসিন কেন্দ্রে ভিড়ঁ দেখা গেছে।

এ দিকে
লকডাউনে জনমনে বিধিনিষেধ মানতে প্রশাসনের টহল জেরা জরিমানা করেও কোন কাজে আসছেনা। দেখা যায়, ইউএনও এসিল্যান্ড থানাপুলিশের উপস্থিতি যেন মানুষের মাঝে বিরক্তির ছুটাছুটি। ফের যে লাউ সেই কদু। স্বাস্থ্য সুরক্ষার বালাই নেই। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। লুকোচুরি খেলা চলছে উপজেলার সর্বত্র।

-এমআর

No comments:

Post a Comment