নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর স্রোতে পানিতে ডুবে নিখোঁজ ঢাকার সিটিং সার্ভিস মৌমিতা পরিবহন নামে বাসের হেলপার শামীম মিয়া (১৮) ’র সন্ধান মিলেছে।
মঙ্গলবার
(০৩ আগষ্ট) দুপুরে উপজেলার টেপামধুপুরে হয়বৎ খাঁ এলাকায় তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ দিন সকালে নদীতে লাশ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এর ৮ দিন আগে টেপামধুপুরে চর গনাই গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শামীম মিয়া। সেদিন ঘটনাস্থলসহ নদীর আসপাশ এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযানে তার সন্ধান মেলেনি। সে ঢাকার মোহাম্মদপুর বিহারীপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।
ঈদের আগে ঢাকা মোহাম্মদপুর থেকে মৌমিতা পরিবহন নামে একটি রিজার্ভ বাস নিয়ে গ্রামে আসে বেশ কিছু গার্মেন্টস কর্মী। ঈদের পরে ফের তারা সে বাসে ঢাকা ফিরবে। কিন্তু সরকারের কঠোর লকডাউনে আটকা পড়েন।
ঘটনার দিন মৌমিতা পরিবহনের ড্রাইভার, কনন্ট্রাক্টর ও হেলপার মিলে স্থানীয় গোলজার বাজারে বাস রেখে তিস্তা নদীতে গোসলে নামেন। তীব্র স্রোতে দু'জন নদীর কিনারায় উঠতে পারলেও শামীম মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, লাশের (মৃত শামীমের) আত্মীয়-স্বজন এলেই বিধি মোতাবেক তাদের কাছে হস্তান্তর করা হবে।
-এমআর
No comments:
Post a Comment