নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার (১৫ অক্টোবর) গোপন সুত্রে খবর পেয়ে এসআই মাসুদার রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার আর-কে রোডে হলদিবাড়ী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের কাছে একটি ব্যাটারী চালিত রিক্সা-ভ্যানে তল্লাশী চালায়। এ সময় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটকরা হলো- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট ফুলমতি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মুসা মিয়া (৩৫) এবং মৃত বাসাত উল্ল্যার ছেলে এনামুল হক (৫২)। কাউনিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment