Sunday, October 17, 2021

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় আমন ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২৮) নামে এক কৃষক মারা গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

পরিবার
জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ধান ক্ষেতে পোকা দমনে কীটনাশক স্প্রে করতে বের হন ইসমাইল। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে স্থানীয় জনৈক মহিলা ধান ক্ষেতে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

পরে
পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক তার ধান ক্ষেতের ওপরে ঝুলে ছিল, অসাবধানতা বশতঃ সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইলের মৃত্যু হয়। তার ডান হাতের কিছু অংশ পুড়েও গেছে জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যুৎস্পৃষ্টে
মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি। কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment