নিজস্ব প্রতিবেদকঃ
ঘনিয়ে আসছে নির্বাচন। কে বসবে ইউপি মসনদে তা ঠিক করবে জনগণ। ২৮ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলা সদরে ৫নং বালাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করতে ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন বর্তমান সফল চেয়ারম্যান মো. আনছার আলী।
বিগত ৫ বছরে তার ইউনিয়নে রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ভাবনা, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার কন্ঠ এমন কি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় বিশেষ অবদান থাকায় এলাকার সাধারণ ভোটাররা ফের তাকে নির্বাচিত করার জন্য হাট-বাজার গ্রামে পাড়া-মহল্লায় তুলছেন তার সফলতার ঝড়।
সবচেয়ে বড়কথা হলো তিনি নৌকার প্রার্থী হলেও সাধারণ সব ভোটারই দলমত নির্বিশেষে তাকেই আবার ভোট দেয়ার কথা বলছেন। এ নিয়ে কথা হয় ইউনিয়নটির বিভিন্ন স্থানে নানা পেশার মানুষের সাথে।
বেটুবাড়ী খোপাতি গ্রামের নুর ইসলাম বলেন, বালাপাড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনছার ভাইয়ের পুনরায় নির্বাচিত হওয়া দরকার। অসহায় মানুষের অধিকার রক্ষায় তার ভুমিকা ছিলো প্রশংসনীয়। এ জন্য আমরা আবারও তাকেই ভোট দিবো।
পাঞ্জরভাঙ্গা এলাকার আছিয়া বেগম বলেন, ‘মোর বেটির বিয়াত টাকার জন্য মুই আটকি গেছিনু তখন আনছার ভাই মোক কিছু টাকা সাহায্য করায় মুই বেটির বিয়া দিবার পাইছো আল্লায় তার ভালো করুক। হামরা এবারও আনছার ভাইকেই ভোট দেমো তোমরাও তাকেই ভোট দেমেন এটা হামার অনুরোধ’।
হরিশ্বর গ্রামের আনোয়ার হোসেন বলেন, কল্পনায় ছিলো না প্রত্যন্ত এলাকার ওলি-গলির রাস্তা গুলোও পাঁকা সড়ক হবে। আনছার ভাই তার অক্লান্ত প্রচেষ্টায় এ ইউনিয়নে প্রায় সবগুলো পাকা-আধাঁপাকা সড়ক করেছেন, তিনিই যোগ্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আনছার আলী জানান, গতবারে বালাপাড়া ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি ইউনিয়নে সাড়ে ১৯ কিঃমিঃ পাঁকা রাস্তা নির্মাণ, শতভাগ বিভিন্ন ভাতা, ছোট-বড় কালভার্ট ও ব্রীজ নির্মাণ করেছি। আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ।
এবারও আমাকে নৌকা মার্কায় তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করবো এলাকার প্রাণপ্রিয় মানুষজনের জীবনমান উন্নয়ন করার এবং তাদের দুখে-সুখে পাশে থাকার।
-দ্যা কাউনিয়া এক্সপ্রেস
Wednesday, October 27, 2021
হামরা ভোট তাকে দিমো, তিনিই যোগ্য
Subscribe to:
Post Comments (Atom)
ok
ReplyDelete