Sunday, October 31, 2021

কাউনিয়ায় কমিউনিটি পুলিশিং দিবস পালিত

 


নিজস্ব সংবাদদাতাঃ
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতিশ্লোগানে রংপুরের কাউনিয়া থানার বিট ০৪ (বালাপাড়া ইউনিয়ন) আয়োজিত কমিউনিটি পুলিশিং দিবস ২০২১ শনিবার (৩০ অক্টোবর) বিকেলে কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পালিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) মদুসুদন রায়। জেলা .লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

মাহামুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, প্রভাষক আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রধান শিক্ষক আইয়ুব আলী, আসফিকা বুলবুল পেস্তা, যুবলীগ নেতা ইউসুফ আলী, মহিলা লীগ নেত্রী রেবা রানী, বিট ইনচার্জ এসআই রেজাউল আকন্দ প্রমূখ।

No comments:

Post a Comment