Thursday, October 28, 2021

কাউনিয়ার হারাগাছে নৌকার প্রার্থী পাল্টাতে মানববন্ধন ও বিক্ষোভ

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ২নং হারাগাছ ইউপি নির্বাচনে .লীগের জনপ্রিয়, ত্যাগী প্রবীণ রাজনীতিবিদকে বাদ দিয়ে মনোনয়ন বাণিজ্য করে দুর্নীতিগ্রস্ত, জনবিছিন্ন কনিষ্ঠ নেতা ইয়াছিন আলী বাবুকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় তা বাতিলের দাবীতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধায় হারাগাছ-মীরবাগ সড়কে বকুলতলা বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীসহ ভোটারগণ।

এতে
বক্তব্য রাখেন- মনোনয়ন বঞ্চিত উপজেলা .লীগের সহ সভাপতি ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, যুবলীগ নেতা আলতাব হোসেন, আওয়ামী মহিলা লীগ নেত্রী সঙ্গীতা রানী প্রমূখ।

বক্তারা
বলেন, গত ইউপি নির্বাচনে .লীগ মনোনীত প্রার্থী তৃর্ণমূল পর্যায়ে জনপ্রিয় ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া এবারেও .লীগের মনোনয়ন পাওয়ার কথা। এর আগে তিনি নিজ দলীয় বিদ্রোহী প্রার্থীর ষড়যন্ত্রে বিএনপি প্রার্থীর কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে ছিলেন। উপজেলা জেলা .লীগের সভায় তার নাম এক নম্বরে রেখে কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডে পাঠানো হয়।

কিন্তু
মনোনয়ন বাণিজ্যের কবলে সিনিয়র নেতাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত, জনবিছিন্ন, কনিষ্ঠ .লীগ নেতা ইয়াছিন আলী বাবুকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তাদের দাবী, প্রার্থীর বিরুদ্ধে মাদ্রাসার জমি আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, অসহায় মানুষের সরকারী সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার যথেষ্ট অভিযোগ রয়েছে।

বিক্ষোভ
মানববন্ধনে ইয়াছিন আলী বাবুর মনোনয়ন পরিবর্তন করে .লীগ প্রার্থী ডাঃ মাহফুজার রহমান বসুনিয়াকে নৌকা প্রতীক প্রদানের দাবী জানানো হয়। সময় .লীগের অপর মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আলতাব হোসেন সঙ্গীতা রাণী ডাঃ মাহফুজার রহমান বসুনিয়াকে সমর্থন করেন।

No comments:

Post a Comment