নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদরে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে রোববার (৩১ অক্টোবর) মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ নুরুল হক।
প্রবীণ আওয়ামীলীগ নেতা, সমর্থক ও বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী নিয়ে বালাপাড়া ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে চেয়াম্যান প্রার্থীর নিজ বাড়িতে সমর্থক ও সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হক, আলহাজ্ব আব্দুল ওহাব উদ্দিন, কপিল উদ্দিন, বদরুল ইসলাম, আকতারুল ইসলাম ও শাহীন মিয়া প্রমূখ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

No comments:
Post a Comment