Sunday, October 31, 2021

ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. বাবলু দোয়া চাইলেন

 


নিজস্ব সংবাদদাতাঃ
২৮ নভেম্বরে রংপুরের কাউনিয়া উপজেলা সদর ৫নং বালাপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী সভায় উপস্থিত সকল সমর্থক ইউনিয়নবাসীর কাছে দোয়া সমর্থন চাইলেন এড. মো. মোজাহারুল আলম বাবলু।

শনিবার (৩০ অক্টোবর) রাতে স্থানীয় মৌলভী বাজারে নির্বাচনী সভায় সমর্থক এলাকার ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অঞ্চলের অধিকাংশ খেটে খাওয়া মানুষ। পরিবর্তন এখন সময়ের দাবী। সুখে-দুখে আপনাদের পাশে পেয়েছেন। মানুষের ন্যায্য অধিকার রক্ষায় থাকবো।

তিনি বলেন, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবার সময় এসেছে। আপনাদের মূল্যবান ভোটে চুড়ান্ত বিজয় অর্জিত হবে। সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া সমর্থন কামনা করেন তিনি।

আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, মানিক সরকার, তাজুল ইসলাম, মহসীন আলী, সজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমূখ।

No comments:

Post a Comment