নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ঘিরে গত শনিবার ও রোববার পৃথক ভাবে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করেছে উপজেলা নেতৃবৃন্দ। সভায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নবীন-প্রবীণ মিলে নৌকার মাঝি হতে ৩৪ জন আবেদন করেন।
তারা হলেন- ৫নং বালাপাড়া ইউনিয়নে দিলদার আলী, হাবিবুর রহমান হাবিব, সোহরাব হোসেন, আনছার আলী, জমশের আলী, সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, আমীন আনসারী ৩নং কুর্শা ইউনিয়নে আব্দুল কাদের, আবুল হোসেন, ডা. মোহাম্মদ হোসেন সরকার, আলহাজ্ব আব্দুল মজিদ, ফারুক আহমেদ ১নং সারাই ইউনিয়নে আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম এবং
২নং হারাগাছ ইউনিয়নে আলতাব হোসেন, ইয়াছিন আলী, সঙ্গীতা রাণী, ডা. মাহাফুজার রহমান, নুর আহমেদ মোস্তফা কামাল, আনোয়ারুল ইসলাম সুরুজ ৪নং শহীদবাগ ইউনিয়নে আলহাজ্ব আব্দুল হান্নান, সাইফুল ইসলাম সেলিম, সুজিত কুমার রায়, সুশান্ত সরকার ৬নং টেপামধুপুর ইউনিয়নে শফিকুল ইসলাম শফি, তৈয়বুর রহমান, জিয়াউল হক, আশরাফুল ইসলাম, রাশেদুল ইসলাম, ওসমান গণি, শফিকুল ইসলাম, সুবোধ কুমার মিত্র, শাহ আলম, সিরাজুল ইসলাম।
এদের মধ্যে প্রতিটি ইউনিয়নে ৩ জনের নামে তালিকা জেলা-কেন্দ্রের কাছে পাঠানো হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সহ-সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম জাহাঙ্গীর হাসানসহ আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
নির্বাচনী আমেজে শোভাযাত্রা, প্রচার-প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক জয়ে আশাবাদী ওরা ৩৪ প্রত্যাশী। ঘোষিত তফসিল মোতাবেক ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
-এমআর
No comments:
Post a Comment