Sunday, October 17, 2021

কাউনিয়ায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ


 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীনউন্নত প্রযুক্তি নির্ভর পাট পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ অক্টেবর) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলার নির্বাচিত জন পাটবীজ উৎপাদনকারী চাষী এতে অংশ নেয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন- পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং কর্মকর্তা) মো. কামাল উদ্দিন, সহকারি পরিচালক মো. সোলায়মান আলী, ধান-পাট গম বীজ উৎপাদন প্রকল্প রংপুর বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমূখ।

প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পাটবীজ চাষ, উৎপাদন, সংরক্ষণ বিপণনে নানা কলাকৌশল নিয়ে আলোচনা করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের তৈরী ব্যাগ দেওয়া হয়।

No comments:

Post a Comment