Sunday, July 24, 2022

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা 
জাতীয় মৎস্য সম্পদের উন্নয়ন সংরক্ষণের মাধ্যমে দেশের আপামর জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে রংপুরের কাউনিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ (২৩-২৯ জুলাই) উদ্বোধন করা হয়েছে।

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশপ্রতিপাদ্যে রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মৎস্যজীবী ভোলারাম, মৎস্যচাষি আলহাজ্ব শফিকুর রহমান, ক্ষেত্র সহকারি আশরাফুল ইসলাম প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (.দা) মাহবুব উল আলম। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমূক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কর্মকর্তা, মৎস্যজীবী মৎস্যচাষীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-এমআর

No comments:

Post a Comment