নিজস্ব প্রতিবেদক
তাঁর জানাযা নামাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কাউনিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের মোঃ মাহবুবার রহমান, হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশীদ মামুন, জেটি ফুডের চেয়ারম্যান আজিজুল হক ভরসা, মরহুমের জৈষ্ঠ্য পুত্র ও যমুনা ব্যাংকের পরিচালক সিরাজুল ইসলাম ভরসা, পরিবারের সদস্যসহ নানা শ্রেণী-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব করিম উদ্দিন ভরসা শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আলহাজ্ব করিম উদ্দিন ভরসা এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি জাতীয় পার্টি থেকে ১৯৯১ সালে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি পরপর তিনবার এমপি নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রংপুরের বিড়ি শিল্প খ্যাত এলাকা হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
-এমআর
No comments:
Post a Comment