নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী
ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে ইউএনও তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ প্রমূখ।
এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
-এমআর
No comments:
Post a Comment