Monday, August 15, 2022

কাউনিয়ায় জাতীয় শোক দিবসে পুমাক'র ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল অ্যালামনাই এসোশিয়েশন অব কাউনিয়া (পুমাক) আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা .লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।

এসময় পুমাক সভাপতি শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের ডাঃ কামরুল হাসান সোহেল, পুমাকের সাধারণ সম্পাদক  হুমায়ন কবির তারা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডাঃ এসএম কামাল, ডাঃ ফেরদৌস হাসান জনি, বেরোবি' ডেপুটি রেজিষ্টার তারিকুল ইসলাম, কৃষিবিদ আবু সায়েম, ইঞ্জিনিয়ার মোসাব্বের হোসাইনসহ পুমাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এই কার্যক্রমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ চশমা প্রদান এবং চোখে ছানি পড়া রোগিদের অপারেশনের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষের কল্যাণে আগামীতে আরো ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

-এমআর

No comments:

Post a Comment