Monday, August 29, 2022

কাউনিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে বিশেষ দিবস ছাড়া উত্তোলন হয় না জাতীয় পতাকা


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় জাতীয় বা বিশেষ দিবস ছাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে উত্তোলন হয় না জাতীয় পতাকা। বিষয়টিঅত্যন্ত দুঃখজনকউল্লেখ করে অনেকে বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার।

সাধারণ মানুষ বলছেন, বহু আন্দোলন-সংগ্রাম আর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা। এই পতাকার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। সেই জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন না করে সেটির অবমূল্যায়ন করা হচ্ছে। জাতীয় বিশেষ দিবসের অনুষ্ঠানসহ যেকোনো অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সম্মান প্রদর্শনের জন্য দেয়া হয় সালাম। কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সরকারি দফতর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় গুলোতে উত্তোলন করা হচ্ছে না পতাকা।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পতাকা বিধিমালা ১৯৭২ বলা হয়েছে, ‘জাতীয় বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন প্রভৃতি, সকল মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ, জেলা দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে সকল কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে।'

স্থানীয় মানুষের ভাষ্য, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা দেশের অস্তিত্বের প্রতীক জাতীয় পতাকা। অথচ কাউনিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এতে দেশের সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করা হচ্ছে। পতাকার সঠিক সম্মান তারা দিতে পারছেন না। তাই উপজেলা প্রশাসন থেকে পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি করা উচিত বলে তারা মনে করেন। এছাড়া শুধু জাতীয় বা বিশেষ দিবসই নয়, প্রতি কর্মদিবসে যথাযথ নিয়মে সকল সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের দাবি তাদের।

সরজমিনে সোমবার বেলা ১২ টায় গিয়ে দেখা যায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পতাকা স্ট্যান্ড রয়েছে। তবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় নাই।

ওই অফিসের এমএলএসএস আলেফ উদ্দিন জানান, তিনি দীর্ঘ সাত বছর ধরে এই অফিসে দায়িত্ব পালন করছেন। বিশেষ দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। পতাকা উত্তোলনে স্যারও কিছুই বলেন না। বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলী রিচি বলেন, সরকারি অফিসে প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এটা আমার জানা নাই। পরে আপনার সাথে কথা বলবো।

-এমআর

 

No comments:

Post a Comment