Tuesday, August 30, 2022

কাউনিয়া রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযান


নিজস্ব প্রতিবেদক 
পশ্চিমাঞ্চল রেলপথের কাউনিয়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট, পাকা, সেমি-পাকা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লালমনিরহাট ডিভিশনাল এস্টেট অফিসার পূর্নেন্দু দেবের নেতৃত্বে মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন রেল কর্মকর্তা, জিআরপি আরএনবিকর্মীরা।

পূর্নেন্দু দেব বলেন, কাউনিয়া রেলওয়ে স্টেশন সিগনাল এরিয়ায় রেলওয়ে টার্মিনাল গাড়ি পার্কিং আধুনিকায়নসহ অবকাঠামো উন্নয়নে ১২৫ ফুট বর্গাকার সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। রেলওয়ে নিজস্ব জমিতে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপন, ব্যবসাপ্রতিষ্ঠান অফিস নির্মাণ করা হয়েছিল।

তিনি বলেন, স্টেশন কন্ট্রোলিং এরিয়ায় অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে নোটিশ মাইকিং করা হয়েছে। এরপরও অবৈধ স্থাপনাগুলো সরানো হয়নি। ফলে রেলওয়ে কর্তৃপক্ষের পূর্বঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের নিয়ম মেনে লিজ নিয়ে তারা ব্যবসা-বাণিজ্য করে আসছেন। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষথেকে তাদের কোনোরকম ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা নেয়নি। হঠাৎ ব্যবসা বন্ধ হওয়ায় ক্ষতির মুখে তারা পরিবার-পরিজন নিয়ে নানা সংকটে পড়েছেন। 

No comments:

Post a Comment