নিজস্ব প্রতিবেদক
এসময় নবাগত অধ্যক্ষ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানায়। এরআগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে বঙ্গবন্ধুর মূর্যালে ও কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়।
নবাগত অধ্যক্ষ ফারুক আজম ১৯৭২ সালের ১লা ফেব্রুয়ারি কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের একটি সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯১ সালে কাউনিয়া কলেজ হতে এইচএসসি এবং কারমাইকেল কলেজে ইতিহাস বিভাগ নিয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন।
এরপর ২০০০ সালের ১২ মার্চ মীরবাগ কলেজে প্রভাষক পদে যোগদান করেন তিনি। পরে ২০১৫ সালের ২৬ মে হতে ওই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদা হাস্যোজ্জল গুণী ব্যক্তিত্ব ফারুক আজমকে কাউনিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়ে আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ এলাকাবাসি।
No comments:
Post a Comment