নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি ছিলেন- রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, জেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী প্রমূখ। এতে সভাপতিত্ব করেন বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও মরহুম হয়রত আলী স্মৃতি সংঘের সভাপতি দিলদার আলী। এছাড়া অনুষ্ঠানে জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রং বে-রঙের বাহারি পোশাক পরিহিত প্রতিযোগি মাঝিদল তাদের সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় মাঝিদের ভাটিয়ালী গান, ঢেউয়ের কলতান আর পানিতে বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল হয়ে উঠে প্রমত্তা তিস্তা নদী। দর্শকের প্রাণভরা উচ্ছাস আর করতালিতে মুখরিত হয় নদীপাড়। ভাদ্রের প্রচন্ড রোদ খানেক গুড়িগুড়ি বৃষ্টি হটিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন বিনোদন পিপাসু হাজারো মানুষ। পরে প্রতিযোগিতার প্রথম পুরস্কার একটি ষাড়, দ্বিতীয় পুরুস্কার হিসেবে একটি গাভি এবং তৃতীয় পুরুস্কার একটি খাসি দেওয়া হয়।
-এমআর
No comments:
Post a Comment