নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ার টেপামধুপুর বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে দুই সার ব্যবসায়ি মেসার্স মায়ের দোয়া সার ঘর স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর ৫ হাজার টাকা এবং মেসার্স মাসুদ এন্ড মোস্তফা ট্রেডার্স স্বত্বাধিকারী শফিকুল ইসলাম দুলালের ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন অভিযান পরিচালনা করে এ রায় দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকারসহ একদল পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাসায়নিক বিশ্লেষণে মানহীন কোম্পানি গুলোর ভেজাল বোরণ ও জিংক জাতীয় সার মজুদ এবং বিক্রির দায়ে ব্যবসায়িদের জরিমানা করা হয়। জব্দকৃর্ত ভেজাল সার মাটিতে গভীর গর্ত করে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে। সারের ভেজাল বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবী স্থানীয় চাষিদের।
-এমআর
No comments:
Post a Comment