রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় দু’পা হারিয়ে বাস হেলপার মোঃ আমিনুল ইসলাম (৫০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শয্যাশায়ী বাস হেলপার আমিনুল বর্তমানে নিজবাড়ি থেকে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাভাবে পঙ্গু স্বামীর চিকিৎসা করতে গিয়ে মোছাঃ আঞ্জুয়ারা বেগম ভিটে-মাটি বিক্রির উপক্রম হয়ে পড়েছেন। দু’পা হারিয়ে বাস হেলপার আমিনুলের এখন সঙ্গী শুধুই যন্ত্রণা!
জানা গেছে, কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে হরিশ্বর গ্রামের আমিনুল ইসলাম জীবিকার তাগিদে কুড়িগ্রাম-ঢাকাগামী খাজা পরিবহনের হেলপার ছিলেন। বিধিবাম গত ২৭ আগষ্ট রাত পৌঁনে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার শহীদবাগে চেতনার মোড় এলাকায় ঢাকা অভিমুখ খাজা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এ দূর্ঘটনায় বাস হেলপার আমিনুলের দু’পা থেতলে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে আমিনুলকে মুমূর্ষবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানেই দু’পায়ের হাটুর নীচ অব্দি কেটে ফেলা হয়েছে। সুচিকিৎসার অভাবে যন্ত্রণা ও শোকে কাতর আমিনুল ইসলাম বিনিদ্র অহনিশী শয্যাগত।
স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, অভাব অনটনের সংসারে ভিটেমাটি টুকুই সম্বল। রুজি-রোজগারের একমাত্র মানুষটা দূর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছে। স্বামীর চিকিৎসা ও সাংসারিক খরচ জোগাতে অসহায় হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, দূর্ঘটনার পর বাস মালিক চিকিৎসা বাবদ ৩৫ হাজার টাকা দিয়েছেন কিন্তু এখন খোঁজ রাখেন না।
এ অবস্থায় স্বামীকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দয়াশীল ব্যক্তিদের নিকটে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠাতে চাইলে বা যে কোনো রকম সহযোগিতার জন্য ০১৭৮৩-১৮৮৬৯১ (আঞ্জুয়ারা বেগম) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এমআর/দ্যা কাউনিয়া এক্সপ্রেস
No comments:
Post a Comment