Tuesday, October 25, 2022

কাউনিয়ায় ভেজাল সার মজুত ও পাচারের অপরাধে ৩ ব্যবসায়ীর জরিমানা


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় বিক্রির জন্য ভেজাল সার মজুত রাখা এবং ডিএপি সার পাচার করে বিক্রি করার অপরাধে একজন বিসিআইসি ডিলারসহ ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মীরবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন। সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথী, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, কাউনিয়া থানার এসআই জোবেদ আলীসহ একদল পুলিশ। 

কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী বলেন, মীরবাগ বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকানে ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

সময় বিএডিসি সার ডিলার বেলাল হোসেনের ভাই ভাই সার বিতান এবং আশরাফুল আলমের আব্দুল আজিজ ট্রেডার্সের দোকান ঘরে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। পরে বেলাল হোসেনের ১০ হাজার আশরাফুলের এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্য জেলায় পাচার করার সময় ৫০ বস্তা ডিএপি সার আটক করা হয়েছে। সার পাচার অপরাধে বিসিআইসি ডিলার মেসার্স সাঈদ এন্টারপ্রাইজের মালিকের হাজার  টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। ভেজাল সার কিনে কৃষকরা যেন প্রতারিত না হয় এবং চাহিদা মতো সার পায় এজন্য কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

-এমআর

 

No comments:

Post a Comment