নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় ড. শাহাদাৎ হোসেন নিপুর উপস্থাপনায় কবিতার দিক-দিগন্ত অনুষ্ঠানে রংপুরের কাউনিয়ার কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কবিতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
কাশফুল সভাপতি রেডিও উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু পরিচালিত কাশফুল সংগীত একাডেমীর কবিতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনে কবিতার দিক-দিগন্ত অনুষ্ঠানের রেকর্ডিং ও শুটিং সম্পূর্ণ হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠানে কবি মাহবুবুল আলম চৌধুরীর রচিত ‘বৃন্দ কবিতা স্বাধীনতা’ এবং ‘তুমি কার স্বাধীনতা’ কবিতার আবৃত্তি, শুটিং ও রেকডিং করা হয়।
এতে অংশগ্রহন করেন- মাহমুদুল হাসান পিন্টু, খাইরুন নাহার মিল্কী, সুমাইয়া চৌধুরী, জান্নাতুল কুবরা জীম, শারমিলা জেরিন হৃদি, সামিহা রহমান বর্ণ, মায়িশা সারাহ জামান।
এছাড়া দ্বৈত কবিতা আবৃত্তি করেন মাহমুদুল হাসান পিন্টু ও সুমাইয়া চৌধুরী। কবিতা নিয়ে পিন্টুর এই পদক্ষেপ অভিভাবক মহলের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
-এমআর
No comments:
Post a Comment