Tuesday, November 1, 2022

নারী ইউপি সদস্যের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক 
রংপুর জেলা পরিষদ নির্বাচনে কাউনিয়া ২নং ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য আলতাব হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট নেওয়ার মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে রংপুর সদরের পূর্ব শালবনে নিজ কার্যালয়েজয়ের পরও ভোট কেনার টাকা ফেরত পেতে নারী ইউপি সদস্যকে হুমকি শিরোনামে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন অভিযোগ করেন। পেশাগত ভাবে তিনি একজন ঠিকাদার ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে আলতাব হোসেন অভিযোগ করেন, গত ৩১ অক্টোবর রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের , ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোর্শেদা বেগম এক সংবাদ সম্মেলনে টাকার বিনিময়ে ভোট নেওয়া এবং পরে টাকা ফেরত পেতে হুমকি প্রদানের মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছেন। যাহা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে মোর্শেদা বেগম তার নিকটাত্মীয়। মোর্শেদা বেগম বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা ধার নেয় এবং পরিশোধও করেন।

সংবাদ সম্মেলনে আলতাব হোসেন জানান, গত মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে মোর্শেদা বেগম তার স্বামী রফিকুল ইসলাম এক লক্ষ টাকা ধার চায়। সে প্রেক্ষিতে তিনি ১৫ অক্টোবর জনৈক লোকের মাধ্যমে মোর্শেদা বেগমকে ৫০ হাজার টাকা ধার দেন। পরবর্তীতে সেই টাকা ফেরত চাইতে গেলে ইউপি সদস্য মোর্শেদা বেগম উদ্দেশ্য প্রণোদিত হয়ে উক্ত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর কুৎসা রটনা থেকে বিরত থাকতে এবং সম্মানিত সাংবাদিকবৃন্দকে বস্তনিষ্ঠ তথ্যবহুল সঠিক সংবাদ প্রকাশের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আলতাব হোসেনের ছোটভাই সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ জেলা-উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-এমআর

No comments:

Post a Comment