Saturday, October 22, 2022

মানববন্ধন ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ


রংপুরের কাউনিয়ার বেইলীব্রীজ বাজারে অগ্নিকান্ড ঘটনায়ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দ্বায়িত্বে অবহেলাঅভিযোগে গত ২০/১০/২০২২ তারিখে মানববন্ধন এবং পরে তা জাতীয় দৈনিক যুগান্তর আঞ্চলিক দৈনিক যুগের আলো পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে, গত ১৮/১০/২০২২ দিবাগত রাত ১টা ১৯ মিনিটে জনৈক ব্যক্তির মোবাইল ফোনে খবরপেয়ে ফায়ার ষ্টেশন হতে কিঃমিঃ দূরুত্ব বেইলীব্রীজ বাজারে অগ্নিকান্ডস্থলে মিনিটের মধ্যে পৌঁছায় ফায়ার সার্ভিসকর্মীরা। সেখানে পৌঁছে দেখা যায় মার্কেটের সব দোকানে আগুন ছড়িয়ে গেছে।

রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টি টিম ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে কথিত মানববন্ধন এবং প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট।

প্রকৃত ঘটনাকে আড়াল করে কতিপয় লোকজন উদ্দেশ্য প্রণোদিত হয়ে পরিকল্পিত ভাবে মানববন্ধন এবং উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সম্মানিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্যবহুল সঠিক সংবাদ প্রচারের অনুরোধ জানাচ্ছি।সবার পাশে, সবার আগেফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

প্রতিবাদকারী
শাহীন সরকার
ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
কাউনিয়া, রংপুর।


No comments:

Post a Comment