নিজস্ব সংবাদদাতা
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন সাথী, মৎস্য কর্মকর্তা মোছা. ফারজানা আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা মোছা. সিঞ্চিতা রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ প্রমূখ।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা ও স্বাস্থ্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নানাদিক তুলে ধরে বিভিন্ন দপ্তরের ১৬টি স্টোলে মেলা প্রদর্শিত হয়। এরমধ্যে উপজেলা কৃষি অফিস প্রথম, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস দ্বিতীয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।
এমআর
No comments:
Post a Comment