Wednesday, November 23, 2022

কাউনিয়ায় আলোর মিছিল ক্লাব কার্যক্রম উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ার হারাগাছে আলোর মিছিল ক্লাব কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৯টায় হারাগাছ খানসামাহাটে ক্লাব কার্যালয়ে আলোর মিছিল উপদেষ্টা এআরএম মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, আলোর মিছিলের প্রতিষ্ঠাতা পিএইচডি গবেষক মো. রিপন মিয়া।

মতবিনিময় শেষে এআরএম মুজিবুর রহমানকে আহবায়ক করে মো. সামিউল শাওন, মো. নাহিদ হাসান মো. রাকিবুল ইসলামকে সদস্য হিসেবে আলোর মিছিল ক্লাব কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে আলোর মিছিল পাঠাগার, আলোর মিছিল স্কুল আলোর মিছিল ক্লাব সংশ্লিষ্টরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment