Wednesday, November 30, 2022

কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ওসি (তদন্ত) সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব আশরাফুল ইসলাম, আনছার আলী, আলহাজ্ব আব্দুল মজিদ, রাশেদুল ইসলাম, আলহাজ্ব রাজু আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. মীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রতিনিধিগণ।

সভায়
চুরি-ছিনতাই, জুয়া, বাল্যবিয়ে যৌন হয়রানী, মাদক সেবন বিক্রয়সহ নানা বিষয় বক্তব্যে ওঠে আসে। সভার সভাপতি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।


এমআর

No comments:

Post a Comment