Monday, December 5, 2022

কাউনিয়ায় আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাউনিয়া মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা .লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

সভার প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা .লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

বক্তব্য রাখেন- জেলা .লীগের সহ সভাপতি হাকিবুর রহমান মাষ্টার, রোজি রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি, উপজেলা .লীগের সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, একেএম জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন .লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলীসহ .লীগ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে চলতি ডিসেম্বরেই কাউনিয়া উপজেলার সকল ইউনিটের কাউন্সিল সম্পন্ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এমআর

No comments:

Post a Comment