Wednesday, March 22, 2023

কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন ১৫১টি পরিবার পেলেন ভিটেমাটি


নিজস্ব প্রতিবেদক 
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প- এর আওতায় রংপুরের কাউনিয়ায় ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে ১৫১টি পরিবারকে জমি গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মনোনীতা দাস বিভিন্ন ইউনিয়নের ১৫১টি উপকার ভোগী পরিবারের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল নামজারির কপি হস্তান্তর করেন।

সেই সঙ্গে এসব ভূমিহীন গৃহহীন পরিবারকে পুর্নবাসনের মাধ্যমে কাউনিয়া উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা .লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, রাজু আহমেদ, রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাউনিয়া উপজেলায় ইতোমধ্যে ১ম পর্যায়ে ১২০টি, ২য় পর্যায়ে ৪০০টি ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪০টি, ২য় ধাপে ৫৭টি এবং চরাঞ্চলে ৩০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এবারে ১৫১টি গৃহের মধ্যে বালাপাড়া ইউনিয়নে ১৫টি, শহীদবাগ ইউনিয়নে ১০৬টি, সারাই ইউনিয়নে ১০টি টেপামধুপুর ইউনিয়নে ২০টি অসহায় পরিবার।

নির্মিত গৃহে ২টি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর শৌচাগার রয়েছে। এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ সুপেয় পানির ব্যবস্থা। প্রধানমন্ত্রীর উপহার ভিটেমাটি পেয়ে ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল মানুষ গুলোর মুখে হাসি ফুটেছে।

এমআর

No comments:

Post a Comment