Tuesday, March 7, 2023

কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মার্চ জাতীয় দিবস ২০২৩ পালন করেছে উপজেলা প্রশাসন। কর্মসূচিতে ছিলো- চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর কালজয়ী মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন দোয়া করা হয়।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ওসি মোন্তাছের বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ প্রমূখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment