Wednesday, March 8, 2023

নারী দিবসে ‘জয় বাংলা’ বললেন না মহিলা বিষয়ক কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীনের বিরুদ্ধে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানেজয় বাংলাশ্লোগান না বলার অভিযোগ উঠেছে। বুধবার (০৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য শেষেজয় বাংলানা বলে বক্তব্য শেষ করায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নারী-পুরুষসহ সুধীবৃন্দরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, তথ্য আপা আকতার জাহানসহ অন্যরা তাদের বক্তব্য শেষেজয় বাংলাবলে বক্তব্য শেষ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে একবারওজয় বাংলাউচ্চারণ করেননি। এতে উপস্থিত অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রয়া দেখা গেছে। উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপনকে উপেক্ষা করায় তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত সবার মধ্যে।

জানা গেছে, অজ্ঞাত কারণে একাধিকবার একই উপজেলায় কর্মকালীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীনের বিরুদ্ধে অফিসে অনুপস্থিত এবং অফিস না খোলা, কিশোর-কিশোরী ক্লাব আইজিএ প্রশিক্ষণের টাকা ছয়-নয়, সংবাদকর্মীদের তথ্য না দেওয়া, দায়সাড়া বিভিন্ন দিবস পালন ছাড়াও নানা অনিয়ম-অভিযোগ নিয়ে উপজেলা মাসিক সভায় আলোচনা এমনকী সংবাদ প্রকাশ হলেও মিলেনি সুফল।

এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন দোষ স্বীকার করে জানান, ‘জয় বাংলাশ্লোগান বলতে তিনি ভুলে গেছেন। তার ভুল হয়েছে। অন্যদিকে সহকারি কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তার বক্তব্য শেষেজয় বাংলাবলতে মিস করেছেন।জয় বাংলাশ্লোগান জাতীয় ভাবে স্বীকৃত। এব্যাপারে তাকে সজাগ থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সকল জাতীয় দিবস এবং অন্যান্য রাষ্ট্রীয় সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষেজয় বাংলাশ্লোগান উচ্চারণ করবেন হিসেবে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দেওয়া হয়।

এমআর

 

No comments:

Post a Comment