Wednesday, June 14, 2023

কাউনিয়ায় ডিএসএফ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় গরীব দু:স্থ মহিলাদের গর্ভকালীন, প্রসবকালীন প্রসব পরবর্তী সেবা গ্রহনের চাহিদা বাড়িয়ে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে উপজেলা মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ডিএসএফ এই ওরিয়েন্টেশন আয়োজন করে।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেন, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ইমামসহ সাংবাদিকগণ।

ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা গড় চাহিদা বাড়িয়ে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে আগামী মাস হতে উপজেলার ৬টি ইউনিয়নে ডিএসএফ কার্যক্রম পরিচালিত হবে।

এমআর

No comments:

Post a Comment