Friday, June 16, 2023

কাউনিয়ায় ভেজাল সার জব্দ, দুই ব্যবসায়ির জরিমানা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সারের নমুনা বিশ্লেষণে ভেজাল প্রমাণিত হওয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের নেতৃত্বে কাউনিয়া তকিপল বাজারে মেসার্স মায়ের দোয়া সার ঘরকে পাঁচ হাজার টাকা ব্রেন্টের বাজার এলাকার মেসার্স মজনু সার ঘরের দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় সাথে ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার সঙ্গীয় একদল পুলিশ। 

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সারের নমুনা বিশ্লেষণে ভেজাল প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এদিকে কৃষকরা অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবী জানিয়েছে।

এমআর

No comments:

Post a Comment