Tuesday, July 25, 2023

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক 
জাতীয় মৎস্য সম্পদের উন্নয়ন সংরক্ষণের মাধ্যমে দেশের আপামর জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ (২৪ থেকে ৩০ জুলাই) উদ্বোধন করা হয়েছে।

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমূক্ত করেন অতিথিবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

এতে বক্তব্য রাখেন- বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সহকারি অধ্যাপক সারওয়ার আলম মুকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, তথ্য কর্মকর্তা অঙ্কনা জাহান, মৎস্যজীবী ভোলারাম, ক্ষেত্র সহকারি আশরাফুল ইসলাম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।

অনুষ্ঠানে কর্মকর্তা, মৎস্যজীবী মৎস্যচাষীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-এমআর

 

 

 

No comments:

Post a Comment