নিজস্ব প্রতিবেদক
নারী
শিক্ষার অভিগম্যতায় স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল করিমের দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণমূলক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিনা খাতুন। কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ এবং সহকর্মীবৃন্দের
প্রতি হৃদ্যতা জানিয়ে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক সৈয়দ আব্দুল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদ সদস্য খায়রুল ইসলাম হেলাল, বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফিরোজ শাহ্, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক রনজিৎ চন্দ্র বর্ম্মন, বাংলা বিভাগের সহকারি অধাপক খোরশেদ আলম আকন্দ, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুল আলম, একাদশ শ্রেণীর শিক্ষার্থী বিথী, প্রেমা, বর্ষাসহ অনেকে।
একাদশ
শ্রেণীর শিক্ষার্থী তামান্না ও কানিজ ফাতেমার সঞ্চালনায় বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে সহকারি অধ্যাপক সৈয়দ আব্দুল করিম ও তার সহধর্মীনিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীবৃন্দ।
পরে
দোয়া-মুনাজাত শেষে আবেগাপ্লুত বিদায়লগ্নে সজ্জিত গাড়িতে করে পীরগাছা উপজেলার সাতদরগা এলাকায় প্রিয় শিক্ষকের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এমআর
No comments:
Post a Comment