নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে শহীদবাগ খামারের হাট এলাকায় ধানবীজ উৎপাদনকারী কৃষক গ্রুপ সদস্যদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ সাইফুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইমদাদুল হক, সাইয়েদুল ইসলাম, হোসনে আরা বেগমসহ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, চলতি মৌসূমে ১৫ জন কৃষকের গ্রুপ ৫ একর জমিতে ব্রিধান-৮৭ চাষে ফলন পেয়েছেন ৫ মেট্রিকটন ধান। গ্রুপের কৃষকরা নিজ উদ্যোগে ছত্রাকনাশক ট্রাইকো লিচেট উৎপাদন করছেন। তাদের ধানের জমিতে কোন রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ না করে ট্রাইকো লিচেট ব্যবহারের ফলে কাঙ্খিত ফলন পেয়েছেন।
প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ সাইফুল আলম বলেন, কৃষক গ্রুপে উৎপাদিত ব্রিধান-৮৭ বীজের গুনগতমান অনেক ভালো হওয়ায় স্থানীয় বাজারসহ অত্র এলাকায় জনপ্রিয়তা পেয়েছে এবং বীজ হিসেবে বিক্রি করা হচ্ছে। বিএডিসি গত দুইবছর ধরে তাদের এই ধানবীজ কিনে নিচ্ছে। গ্রুপটি প্রকল্প থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রতিটি কাজ অনেক যত্ন সহকারে বাস্তবায়ন করে আসছে।
এমআর
No comments:
Post a Comment