নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে কাউনিয়া কলেজ থেকে ৩৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া কাউনিয়া মহিলা কলেজ এইচএসসিতে ৫ ও ভোকেশনালে ৪ জন, মীরবাগ কলেজ ৭ জন, হারাগাছ সরকারি কলেজ ১০ জন এবং ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা থেকে ১ জন, ধুমেরকুঠি ফাজিল মাদ্রাসা ৩ জন, ভায়ারহাট পিয়ারীয়া ফাজিল মাদ্রাসা ১ জন ও বড়ুয়াহাট কেরামতিয়া কামিল মাদ্রাসার ১১ জন এবং বড়ুয়াহাট বিএম কলেজ থেকে ৭ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, এবারে এইচএসসিতে ৮টি কলেজের ২ হাজার ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫৬৯ আর জিপিএ-৫ পেয়েছে ৬১ জন গড় পাসের হার ৭৭.৭৯% ও আলিমে ৮টি মাদ্রাসার ২৩১ পরীক্ষার্থীর ২১৬ জন পাস করেছে আর ১৬ জন জিপিএ-৫ পেয়েছে গড় পাসের হার ৯৩.৫১% এবং ৩টি বিএম কলেজ থেকে ভোকেশনাল শাখার ২৭৫ পরীক্ষার্থীর পাস করেছে ২৫২ জন আর জিপিএ-৫ পেয়েছে ১১ জন গড় পাসের হার ৯১.৬৪%।
এমআর
No comments:
Post a Comment