নিজস্ব প্রতিবেদক
ইদুরের গর্তের ধান সংগ্রহকারী সমর জানান, ইঁদুরের গর্ত দেখেই বুঝতে পারেন কোন গর্তে ধান আছে আর কোন গর্তে ধান নেই। যে গর্তে ধান আছে সে গর্তটিতে বিশেষ এক ধরনের শাবল ও কোদাল দিয়ে খুরে খুরে গভীর পর্যন্ত গিয়ে ইঁদুরের কাটা ধানের শীষ সংগ্রহ করেন।
মমিনুল জানায়, সারাদিন গর্ত খুরে ২০ কেজি থেকে একমন পর্যন্ত ধান সংগ্রহ করেন। আজ সে দুইটি গর্ত থেকেই প্রায় ৩০ কেজির মতো ধানের শীষ পেয়েছে। এসব ধান একসাথে জমা করে স্থানীয় বাজারে বিক্রি করেন তারা। গত বছরের তুলনায় চলতি বছর গর্তে বেশি বেশি ধান পাওয়া যাচ্ছে জানিয়ে কারণ হিসেবে বলছেন চলতি মৌসুমে আমন ক্ষেতে ব্যাপক ভাবে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছিল।
সে
আরও জানায়, ইঁদুর ক্ষেতের মাঝের উচু স্থানে বা আইলের ধারে গর্ত খুঁড়ে অবস্থান নেয়। ক্ষেতে ধান পাকলে ইঁদুরের দল ধানের শীষ কেটে কেটে গর্তে নিয়ে গিয়ে আপদ কালীন সময়ের জন্য মজুদ করে। আর সেই মজুদ করা ধানে ভাগ বসিয়ে সংসার চালান
দরিদ্র কিছু মানুষ।
No comments:
Post a Comment