নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে চরাঞ্চলে মিষ্টি কুমড়া ও তরমুজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের মিষ্টি কুমড়া ও তরমুজ চাষিদের মধ্যে উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার
(২৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন সাথী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারী, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইরশাদ আলী প্রমূখ।
বিনামূল্যে ১০০ জন মিষ্টি কুমড়া চাষির প্রত্যেককে ভার্মি কমপোষ্ট ৫০ কেজি, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ২৫ কেজি, এমওপি ২০ কেজি, জীপসাম ২০, বোরণ ১ কেজি, জিংক ১ কেজি, ম্যাগনেসিয়াম ১ কেজি, ফেরোমন ও হলুদ ফাঁদ ১১টি এবং ৪০ জন তরমুজ চাষিদের মধ্যে ১৫ গ্রাম বীজ, ইউরিয়া ১০ কেজি, টিএসপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, জীপসাম ১০ কেজি, বোরণ ৫০০ গ্রাম, জিংক ৫০০ গ্রাম, ম্যাগনেসিয়াম ৫০০ গ্রাম, ট্রাইকো কমপোষ্ট ৮০ কেজি, ফেরোমন ও হলুদ ফাঁদ ১৪টিসহ বালাইনাশক দেওয়া হয়।
এমআর
No comments:
Post a Comment