নিজস্ব সংবাদদাতা
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া দাখিল মাদ্রাসা এলাকায় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সিরাজুল ইসলাম (৪০) নামে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং আহত সিরাজুল ইসলাম একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আবু বক্কর সিদ্দিক ও আহত সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে কাউনিয়া দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে যান্ত্রিকক্রটি দেখা দেয়। তখন তারা রোডে দাঁড়িয়ে মোটরসাইকেল সারানোর চেষ্টাকালে লালমনিরহাটগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহতবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নিয়ে যান স্থানীয়রা।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ
চালককে আটক করেছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমআর
No comments:
Post a Comment