নিজস্ব সংবাদদাতা
যথাযোগ্য
মর্যাদায় রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ
কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ
বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া
মুনাজাত করা হয়।
পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে শহীদদের স্মরণ সভায় বক্তব্য
রাখেন- বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোন্তাছের বিল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ কাউনিয়া
জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী জোবায়ের আলী বসুনিয়া, প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমূখ।
দিবসের
সন্ধ্যায় শহীদবাগে ৭১-র স্মৃতিময় ভুতছাড়া জুড়াবান্দা ঘুঁঘুঁরথান বধ্যভুমিতে মোমবাতি
প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ
নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment