নিজস্ব প্রতিবেদক
দিবসের শুরুতে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি ও মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, গণমাধ্যম সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এ
সময় এক
মিনিট নিরবতা পালন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
পরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড্ডয়ন, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে, চিত্রাংকনসহ ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতাল ও এতিমখানা গুলোতে উন্নত খাবার পরিবেশন করা হয়।
No comments:
Post a Comment