Saturday, December 16, 2023

কাউনিয়ায় মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় মহান বিজয় জাতীয় দিবস ২০২৩ দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

দিবসের শুরুতে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, গণমাধ্যম সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

এ সময় এক মিনিট নিরবতা পালন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

পরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন, বেলুন শান্তির পায়রা উড্ডয়ন, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, কুচকাওয়াজ ডিসপ্লে, চিত্রাংকনসহ ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতাল এতিমখানা গুলোতে উন্নত খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সহকারি কমিশনার (ভুমি) মনোনীতা দাস, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমআর

 

 

 

No comments:

Post a Comment