Saturday, December 9, 2023

কাউনিয়া খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ শুরু


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় চলতি মৌসূমে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ শুরু করা হয়েছে। গত ২৩ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় একযোগে সারাদেশে আমন মৌসূমের ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে।

সেই ধারাবাহিকতায় শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, ওসিএলএসডি আবু মো. তারিকুল ইসলামসহ অনেকে।

সংশ্লিষ্টরা জানায়, এবারে উপজেলার নিবন্ধিত ৬১২ জন কৃষকের মধ্যে আবেদনকৃত ২৩৭ জন থেকে লটারীর মাধ্যমে চুড়ান্ত ১৩৭ জন কৃষক প্রত্যেকের মেট্রিকটন করে ৩০ টাকা কেজি হিসেবে ৪১২ মেট্রিকটন ধান সংগ্রহ এবং চুক্তিবদ্ধ একজন অটোমিলারসহ ৩৭ জন মিলারের মাধ্যমে ৬৩৪ মেট্রিকটন চাল ৪৪ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ করা হবে।

এমআর

 

No comments:

Post a Comment